গোল্ডেন গ্লোবের মতো জাকজমকপূর্ণ আন্তর্জাতিক আসরে আবারও নজর কাড়লেন বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ৮৩তম গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠানে শুধু অতিথি হিসেবেই নয়, সঞ্চালকের ভূমিকাতেও দেখা গেছে এই ‘দেশি গার্ল’কে।
সোমবার (১২ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানে স্বামী, গায়ক নিক জোনাসের সঙ্গে রেড কার্পেটে হাঁটেন প্রিয়াঙ্কা। এদিন তিনি পরেছিলেন জোনাথন অ্যান্ডারসনের ডিজাইন করা কাস্টম ডিওর হুট কুতিয়া গাউন, যার সঙ্গে মানানসই ছিল ঝলমলে হিরার গহনা।
অনুষ্ঠানের একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রেড কার্পেটে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা নিকের টাই ঠিক করে দিচ্ছেন, আবার নিকও স্ত্রীর চুল ঠিক করে দিতে ব্যস্ত। তাদের এই মিষ্টি মুহূর্ত নেটিজেনদের মন জয় করেছে।
সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আরেকটি ভিডিও, যেখানে দূরে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিচ্ছিলেন এই তারকা দম্পতি। ক্যামেরার দিকে তাকিয়ে প্রিয়াঙ্কা পোজ দিলেও নিকের দৃষ্টি ছিল স্ত্রীর দিকেই। নিকের এই অপলক তাকিয়ে থাকার দৃশ্য ভক্তদের ভীষণভাবে মুগ্ধ করেছে।
উল্লেখ্য, ২০১৭ সালে মেট গালার লাল গালিচায় প্রথম একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক। এরপরই তাদের প্রেমের সম্পর্কের সূচনা। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে বিয়ে করেন তারা, পরদিন হিন্দু রীতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। ২০২২ সালের ২১ জানুয়ারি সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হওয়ার খবর জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









