The Daily Adin Logo

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম

আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রার্থিতা ফেরত চেয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে করা আপিল আবেদনের শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

শুনানি শেষে ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু বলেন, ‘গত ২ জানুয়ারি বাছাইয়ে হামিদুর রহমান আযাদ সাহেবের মনোনয়নপত্র বাতিল হয়েছিল; এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করি। আজ শুনানিতে আপিলটি মঞ্জুর হয়েছে।’

গত ২ জানুয়ারি কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান ‘মামলা সংক্রান্ত জটিলতার’ কারণে হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।

এদিকে জামায়াত প্রার্থী হামিদুর রহমান আযাদ তার হলফনামায় ৭০টি মামলার তথ্য দিয়েছেন। তবে অধিকাংশই মামলাই প্রত্যাহার করা হয়েছে বা তিনি খালাস পেয়েছেন। শুধুমাত্র একটি মামলা আপিল বিভাগে বিচারাধীন হিসেবে হলফনামায় তথ্য দেওয়া হয়েছে।

যুদ্ধাপরাধীদের বিচার এবং বিচারাধীন বিষয়ে অবমাননাকর বক্তব্য ও দেশে ‘গৃহযুদ্ধর হুমকি’ দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে ২০১৩ সালে হামিদুর রহমান আযাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।

এবার মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। ‎শনিবার শুরু হওয়া আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

নির্বাচন কমিশন জানিয়েছে, শনি, রোব ও সোমবারে অনুষ্ঠেয় ২১০ আপিল শুনানির রায়ের অনুলিপি মিলবে সোমবার।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.