The Daily Adin Logo
বাণিজ্যলোক
বাণিজ্যলোক প্রতিবেদক

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

আপডেট: সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

এবিবির চেয়ারম্যান মাসরুর আরেফিন, সম্পাদক আহসান জামান চৌধুরী

এবিবির চেয়ারম্যান মাসরুর আরেফিন, সম্পাদক আহসান জামান চৌধুরী

দেশের ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন। একই সঙ্গে সংগঠনটির নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আহসান জামান চৌধুরী।

মাসরুর আরেফিনের নেতৃত্বাধীন এবিবির নতুন কমিটি ২০২৬–২০২৭ মেয়াদে দুই বছর সংগঠনটির পরিচালনার দায়িত্ব পালন করবে। সম্প্রতি অনুষ্ঠিত এবিবির ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ এই কমিটি গঠন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এবিবি।

নতুন কমিটিতে তিনজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—প্রাইম ব্যাংকের এমডি হাসান ও. রশীদ, পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এমডি মোহাম্মদ মামদুদুর রশীদ। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান এবং যুগ্ম সম্পাদক হয়েছেন যমুনা ব্যাংকের এমডি মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এ ছাড়া এজিএমে আরও ১২ জন ব্যাংকের এমডি ও সিইওকে এবিবির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনির্বাচিত চেয়ারম্যান মাসরুর আরেফিন একজন অভিজ্ঞ পেশাদার ব্যাংকার। তিনি ১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ৩১ বছরের কর্মজীবনে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাতার, এএনজেড ব্যাংকের মেলবোর্ন প্রধান কার্যালয়, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ও সিটি ব্যাংক এনএ–তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। গত সাত বছর ধরে তিনি সিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশে সুইফট মেম্বারস অ্যান্ড ইউজার্স গ্রুপের চেয়ারপারসনের দায়িত্বও পালন করছেন। ব্যাংকার পরিচয়ের বাইরে তিনি একজন লেখক ও অনুবাদক হিসেবেও পরিচিত।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে এবিবির তৎকালীন চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও পদ থেকে পদত্যাগ করলে পর্ষদের এক সভায় মাসরুর আরেফিনকে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এর আগে প্রায় চার বছর তিনি এবিবির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহসান জামান চৌধুরী ১৯৮৬ সালে এবি ব্যাংকে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ১৯৯৮ সালে তিনি ইস্টার্ন ব্যাংকে যোগ দেন এবং ২০২৪ সালের জুলাই থেকে ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে খাতে আস্থা ফিরিয়ে আনাই বর্তমান কমিটির অন্যতম প্রধান লক্ষ্য হবে।

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.