The Daily Adin Logo
বাণিজ্যলোক
বাণিজ্যলোক প্রতিবেদক

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

আপডেট: বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

রেমিট্যান্স জমায় নতুন নির্দেশনা

রেমিট্যান্স জমায় নতুন নির্দেশনা

রেমিট্যান্স দ্রুত গ্রাহকের হিসাবে জমা নিশ্চিত করতে দেশের সব ব্যাংককে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, রেমিট্যান্স পাওয়ার দিনেই অথবা ব্যাংকিং সময়ের পর এলে পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে অর্থ জমা দিতে হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে নির্দেশনার পূর্ণ বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো ইনওয়ার্ড রেমিট্যান্সের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ ইলেকট্রনিক মাধ্যমে গ্রাহককে অবহিত করবে। ব্যাংকিং সময়ের মধ্যে পাওয়া রেমিট্যান্স একই দিনে এবং সময়ের বাইরে পাওয়া রেমিট্যান্স পরবর্তী কর্মদিবসে হিসাবে জমা করতে হবে।

এ ছাড়া দ্রুত সেবা নিশ্চিতে স্ট্রেইট-থ্রু প্রসেসিং (এসটিপি) বা ঝুঁকিভিত্তিক দ্রুত প্রক্রিয়াকরণ পদ্ধতি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য পাওয়া গেলে কিছু নথিপত্র বা যাচাই বাকি থাকলেও গ্রাহকের হিসাবে অর্থ জমা দেওয়া যাবে। পরে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তে রেমিট্যান্স গ্রহণ প্রক্রিয়া আরও দ্রুত ও গ্রাহকবান্ধব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.