The Daily Adin Logo
বাণিজ্যলোক

প্রকাশিত: শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

আপডেট: শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

সব ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম বাধ্যতামূলক

সব ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম বাধ্যতামূলক

নারী কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকিং সেবা নিতে আসা নারীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নারীবান্ধব ওয়াশরুম নিশ্চিত করতে সরকার–বেসরকারি সব ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক গত সপ্তাহে জারি করা এ নির্দেশনায় জানিয়েছে, ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখায় কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা নারীদের জন্য পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম থাকা আবশ্যক। বর্তমানে অনেক ব্যাংকে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নারীবান্ধব ওয়াশরুম না থাকায় নারী কর্মকর্তা ও গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন, যা কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ সৃষ্টির পথে বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংক তফসিলভুক্ত সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) উদ্দেশে দেওয়া নির্দেশনায় বলেছে, প্রধান ও আঞ্চলিক কার্যালয়ের পাশাপাশি সব শাখা–উপশাখায় নারীদের জন্য স্বাস্থ্যসম্মত ওয়াশরুম নির্মাণ, প্রয়োজনীয় সংস্কার এবং পর্যাপ্ত স্যানিটারি সামগ্রীর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.