The Daily Adin Logo

রমজান

পণ্যদ্রব্যের দাম পর্যালোচনায় সভা

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম

আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

পণ্যদ্রব্যের দাম পর্যালোচনায় সভা

আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের দাম পর্যালোচনায় সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আগামী ১৯ জানুয়ারি একটি সভার আহ্বান করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আগামী ১৯ জানুয়ারি সকল অংশীজনকে নিয়ে একটা সভা আহ্বান করেছি এ বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে।পর্যালোচনা করার পর আমাদের সমস্ত পরিস্থিতি আরও ভালো বলতে পারবো।’

ভারত-বাংলাদেশের সম্পর্ক একটা উত্তেজনাকর অবস্থায় আছে বিবেচনায় অনেকেই বলছেন দুদেশের বাণিজ্যে এটির প্রভাব পড়তে পারে। আপনারা কি মনে করছেন-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ মুহূর্তে আমরা কিছু দেখছি না। কোন প্রভাব পড়বে এরকম কোন কিছু আমরা দেখছি না।’

বাণিজ্যের ক্ষেত্রে কোন চাপ অনুভব করেন কিনা- এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘না আমরা করি না।’

বাণিজ্য উপদেষ্টা জানান, বিদ্যমান আমদানি নীতি আদেশের (২০২১-২৪) থেকে বড় পরিবর্তন এনে ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন আমদানি নীতি আদেশের (আইপিও) খসড়া তৈরি করা হয়েছে। 

তিনি বলেন, ‘আমরা আমদানি আইপিও অর্ডারের বড় পরিবর্তনগুলো করার চেষ্টা করছি, সেগুলো কেবিনেটের মাধ্যমে চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে। তবে আমদানি নীতি আদেশ আমরা উদার করার প্রচেষ্টা করছি। সহজ করারও চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সকল স্টেকহোল্ডারদের নিয়ে মিটিং করেছি আজ। খুব দ্রুতই আমরা সেটা ক্যাবিনেটে উপস্থাপনের চেষ্টা করছি। আগামী ক্যাবিনেটে না হলে পরবর্তী ক্যাবিনেটে এটি উঠবে।’

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, বাণিজ্য নীতির পাতায় পাতায় পরিবর্তন হচ্ছে। আপনারা জানেন আমরা বাণিজ্য সহজ করতে চাচ্ছি। আমরা আন্তর্জাতিকভাবেও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ট্রেড ফ্যাসিলিটিশন এগ্রিমেন্ট এ স্বাক্ষর করেছি।

তিনি আরও জানান, সে হিসেবে বিভিন্ন জায়গায় পরিবর্তন করে ব্যবসা বাণিজ্যকে সহজ করা হচ্ছে। সমস্ত আইপিও জুড়ে একটা বড় পরিবর্তন থাকবে বলে জানান তিনি।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.