The Daily Adin Logo
বাণিজ্যলোক
বাণিজ্যলোক প্রতিবেদক

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

আপডেট: বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

নতুন বছরে শেয়ারবাজারে উত্থান

নতুন বছরে শেয়ারবাজারে উত্থান

২০২৫ সালে দেশের শেয়ারবাজার দীর্ঘ সময় দরপতনের মুখে থাকলেও ২০২৬ সালের প্রথম দিনে উজ্জ্বল সূচক দেখা গেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম—উভয় স্টক এক্সচেঞ্জেই বড় ধরনের উত্থান লক্ষ্য করা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। এর ফলে দুই বাজারেই সব মূল্যসূচক ঊর্ধ্বমুখী ছিল। পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

ডিএসইতে লেনদেন শুরুর পর থেকেই বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দাম বেড়ে সূচকে ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। সারাদিন এই ধারা বজায় থাকায় দিনের শেষে ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৬৬টির দাম কমেছে এবং ৬২টির দাম অপরিবর্তিত ছিল।

১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ প্রদানের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির শেয়ারের দাম বেড়েছে। ৩৮টির দাম কমেছে এবং ২৯টির দাম অপরিবর্তিত ছিল। ১০ শতাংশের কম লভ্যাংশ প্রদানের মধ্যম মানের কোম্পানির মধ্যে ৫৯টির শেয়ারের দাম বেড়েছে, ৮টির কমেছে এবং ১৮টির অপরিবর্তিত ছিল। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির মধ্যে ৬২টির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, ২০টির দাম কমেছে এবং ১৫টির দাম অপরিবর্তিত ছিল।

৩৫টি তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে ১১টির দাম বেড়েছে, ৬টির কমেছে এবং ১৭টির অপরিবর্তিত ছিল।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে ৪,৯১০ পয়েন্টে পৌঁছেছে। শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১,৬ পয়েন্টে এবং শীর্ষ ৩০টি ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১,৮৬৯ পয়েন্টে অবস্থান করছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.