দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। ৩৯টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তবে বাকি রয়েছে এখন পর্যন্ত ১৯ কেন্দ্র। সবশেষ প্রাপ্ত ফলাফলে ভিপি, জিএস ও এজিএসসহ অধিকাংশ পদে এগিয়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেল। তবে ভিপি পদে ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান' প্যানেলের প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ঘোষিত ফলাফলে কখনও এগিয়ে থাকে ছাত্রশিবিরের রিয়াজুল ইসলাম আবার কখনও এগিয়ে যায় ছাত্র শক্তির একেএম রাকিব।
বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করছেন। নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ, আনিসুর রহমান ও কানিজ ফাতেমা কাকলী ফলাফল ঘোষণার দায়িত্ব পালন করছেন।
ঘোষিত ফলাফলে ভিপি (সহ-সভাপতি) পদে ২০ কেন্দ্র মিলিয়ে মোট ২ হাজার ৪৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী ও জবি শিবির সভাপতি রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ২ হাজার ৩৮৮ ভোট। ৯২ ভোটে এগিয়ে রয়েছেন রিয়াজুল।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ও জবি শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ ২০ কেন্দ্র মিলিয়ে ২ হাজার ৩৬২ ভোট পেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন। তার বিপরীতে ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ১০৩০ ভোট। ১ হাজার ৩৩২ ভোটে এগিয়ে রয়েছেন আরিফ।
এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা ২০ কেন্দ্রে মোট ২ হাজার ৮৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ৮১৯ ভোট। মাসুদ এগিয়ে আছেন ২৬৬ ভোটে।
নির্বাচন কমিশন জানায়, অন্য বিভাগগুলোর ফলাফল গণনা চলছে। ধারাবাহিকভাবে সেগুলো জানিয়ে দেওয়া হবে।
মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









