জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রের ভোটগণনা শেষ হয়েছে। সবশেষ প্রাপ্ত ফলাফলে ভিপি, জিএস ও এজিএসসহ অধিকাংশ পদে এগিয়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেল।
আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করছেন। নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ, আনিসুর রহমান ও কানিজ ফাতেমা কাকলী ফলাফল ঘোষণার দায়িত্ব পালন করছেন।
ঘোষিত ফলাফলে ভিপি (সহ-সভাপতি) পদে ৩১ কেন্দ্র মিলিয়ে মোট ৪ হাজার ৩১৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী ও জবি শিবির সভাপতি রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৩ হাজার ৬৬২ ভোট। ৬৫৭ ভোটে এগিয়ে রয়েছেন রিয়াজুল।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ও জবি শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ ৩১ কেন্দ্র মিলিয়ে ৪ হাজার ৩৩১ ভোট পেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন। তার বিপরীতে ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ১ হাজার ৭২১ ভোট। ২ হাজার ৬১০ ভোটে এগিয়ে রয়েছেন আরিফ।
এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা ৩১ কেন্দ্রে মোট ৩ হাজার ৮৭২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২ হাজার ৯৩০ ভোট। মাসুদ এগিয়ে আছেন ৯৪২ ভোটে।
নির্বাচন কমিশন জানায়, অন্য বিভাগগুলোর ফলাফল গণনা চলছে। ধারাবাহিকভাবে সেগুলো জানিয়ে দেওয়া হবে।
মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









