The Daily Adin Logo

তিতাসে আবার দুর্ঘটনা, যেসব এলাকায় গ‍্যাস বন্ধ

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:১১ পিএম

আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম

তিতাসে আবার দুর্ঘটনা, যেসব এলাকায় গ‍্যাস বন্ধ

দুই সপ্তাহের ব্যবধানে ঢাকার গ‍্যাস বিতরণ পাইপলাইনে তৃতীয়বারের মতো দুর্ঘটনা ঘটেছে। এবার উত্তরা টঙ্গী ব্রিজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্‌ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজ হয়েছে। এই দুর্ঘটনার জন্য তাৎক্ষণিক উত্তরার মূল পাইপলাইনে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিকেজ হওয়ায় উত্তরায় গ্যাস বিতরণের মূল ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন ‘শাটডাউন’ করায় সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও সন্নিহিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে এবং ভাল্‌ভটি প্রতিস্থাপনের কাজ চলছে।

এ ভাল্‌ভ পাইপলাইনের বিভিন্ন পয়েন্টে থাকে এবং তা গ‍্যাসের প্রবাহ কমানো বা বাড়ানোর কাজে ব‍্যবহৃত হয়। 

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ঢাকায় এলপিজি গ‍্যাসের সরবরাহ সংকট চলছে। দ্বিগুন দাম দিয়েও গত এক মাস এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এর মধ‍্যে নিয়মিত দুর্ঘটনায় পাইপলাইন গ‍্যাসের সরবরাহ ব‍্যাহত হচ্ছে। 

গত ৪ জানুয়ারিতে তুরাগ নদীর নিচে পাইপলাইন ছিদ্র হওয়ায় এখনো মিরপুর, মোহাম্মদপুর এলাকায় গ‍্যাসের সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এরপর গত ১০ জানুয়ারি দুপুরে গণভবনের সামনে একটি ভাল্‌ভ ফেটে গিয়ে সরবরাহ বন্ধ হলে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা। যদিও ওই দিন রাতে নতুন ভাল্‌ভ বসানোর পর আবার গ‍্যাস সরবরাহ চালু করা হয়।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.