The Daily Adin Logo

কালীগঞ্জে বাল্যবিবাহ, কনের বাবার কারাদণ্ড

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম

আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম

কালীগঞ্জে বাল্যবিবাহ, কনের বাবার কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের তাৎক্ষণিক অভিযানে এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দেয়া হয়েছে। একই সঙ্গে বাল্যবিবাহ আয়োজনের দায়ে কনের বাবাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী এ দণ্ডাদেশ দেয়া হয়। 
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন জাঙ্গালিয়া ইউনিয়নের কুলথুন গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম মোল্লা, যিনি তার অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানের সময় ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক বিয়ের কার্যক্রম বন্ধ করা হয় এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিমা বলেন, বাল্যবিবাহ একটি গুরুতর অপরাধ। কিশোরী মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

স্থানীয়দের মতে, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক বার্তা দেবে এবং সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।


কাওছার/ন্যাশনাল/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.