The Daily Adin Logo

লালমনিরহাটে ৫৪২ বোতল মাদকসহ নারী গ্রেফতার

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম

আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম

লালমনিরহাটে ৫৪২ বোতল মাদকসহ নারী গ্রেফতার

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল জাতীয় মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫৪২ বোতল বিভিন্ন ধরনের ফেনসিডিল জাতীয় মাদক উদ্ধার করা হয়।

র‍্যাব-১৩ জানায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহিষতুলী গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ওই গ্রামের বাসিন্দা মোছা: আয়না বেগমকে (৪০) তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার শয়নকক্ষে খাটের নিচে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৩১১ বোতল এসকাফ (ESKuf), ৯৮ বোতল ফেনসিডিল (Phensedyl) এবং ১৩৩ বোতল ফেয়ারডিল (Fairdyl) উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের মোট পরিমাণ ৫৪২ বোতল।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আয়না বেগম ও তার স্বামী মো. সমির উদ্দিন ওরফে সমু দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ফেনসিডিল জাতীয় মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সুকৌশলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। তাদের মাদক পরিবহন ও ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন অভিনব কৌশল ব্যবহৃত হতো।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ তাকে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১৩ আরো জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।


কাওছার/ন্যাশনাল/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.