ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী ভাঙন রোধে কার্যকরী উদ্যোগের দাবিতে মানববন্ধন করেন নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলার কুলকাঠি ইউনিয়নে সুগন্ধা নদীর সরই পয়েন্ট তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সরই ও বারইকরনের স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে নদী ভাঙনের কারণে শতশত পরিবার ঘরবাড়ি, জমিজমা ও জীবিকা হারাচ্ছে। অনেকেই একাধিকবার বসতভিটা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অথচ এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়া হয়নি।দ্রুত নদী ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
এসময় বক্তব্য রাখেন বারইকরন ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য খোকন হাওলাদার, সরই এলাকার বাসিন্দা শাহিন তালুকদার, আব্দুল কুদ্দুস, শাহজাহান তালুকদার, সোহরাব হোসেন, আব্দুল রশিদ মোল্লা, জালাল উদ্দীন খান শাহিন প্রমুখ।
কাওছার/ন্যাশনাল/এদিন



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









