The Daily Adin Logo

নতুন কর্মসূচি ঘোষণা: ফার্মগেটে অবরোধ স্থগিত

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম

নতুন কর্মসূচি ঘোষণা: ফার্মগেটে অবরোধ স্থগিত

সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে রাজধানীর ফার্মগেট এলাকার ব্যস্ততম সড়ক ছেড়েছেন তেজগাঁও কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা অবরোধ স্থগিত করার পর যান চলাচল শুরু হয়।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাকিবুল হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

সড়ক অবরোধের কারণে ফার্মগেট এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। এতে আটকে থাকা যাত্রী ও চালকেরা চরম ভোগান্তি পোহান ।

বিকেল ৪টা ১০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়ক ছাড়েন। শিক্ষার্থীদের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়েন তারা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে কর্মসূচির ঘোষণা করেন কলেজটির শিক্ষার্থী ‘আবদুর রহমান রাফি’। 

তিনি বলেন, ‘সহপাঠী সাকিবুল হাসান রানা (১৮) হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টায় তেজগাঁও থানা ঘেরাও করা হবে।’

গত বছর ডিসেম্বরে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)।আহত হওয়ার চার দিন পর গত ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সাকিবুলের মৃত্যু হয়।

এ ঘটনায় বিচার দাবি জানিয়ে কলেজটির শিক্ষার্থীরা আগেও একাধিকবার সড়কে নেমেছিলেন। আজ তারা পুনরায় রাজপথে নামলেন।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.