রাজধানীর উত্তরায় একটি বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে তিনজনের মৃত্যুর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৬ জানুয়ারি) উত্তরা ১১ নম্বর সেক্টরে ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকালে ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পান তারা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
তালহা বলেন, ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ বলেন, ‘ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। যে তিনজন মারা গেছেন, তারা একই পরিবারের। দুইজন নারী, একজন পুরুষ।’



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









