বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) উপজেলার নোয়াপাড়ায় এলাকাবাসীর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
দোয়া মাহফিলে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ‘সবার আগে আমাদের নিজেদের জন্য দোয়া করতে হবে, যেন আমরা ভালো মানুষ হতে পারি। আমরা ভালো হলে আমাদের দোয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাতের জন্য কবুল হবে।’
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘মানুষ মাত্রই মরণশীল। কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজায় যে বিপুল জনসমাগম হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে বিরল। তিনি এমন একজন নেত্রী—যিনি হাসলে সারা বাংলাদেশ হাসে, আর কাঁদলে সারা বাংলাদেশ কাঁদে। তিনি শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।’
তিনি আরো বলেন, ‘ইনশাল্লাহ তারাবো পৌরসভার রাস্তাঘাট উন্নয়নসহ জনগণের সব সমস্যা সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একই সঙ্গে এলাকাকে মাদকমুক্ত রাখতে আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ।’
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আব্দুল আজিজ, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, তারাবো পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সসহ তারাব পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







