গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপসহীন নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া—এ কথা স্মরণ করিয়ে দিয়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, ‘‘গণতন্ত্রের জন্য কীভাবে সংগ্রাম করতে হয়, তা বেগম খালেদা জিয়া এ দেশের মানুষকে শিখিয়ে গেছেন।’’
শনিবার (৫ জানুয়ারি) বিকালে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া ১০০ ফিট সড়কে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “দীর্ঘদিন ধরে জুলুম-নির্যাতনের শিকার হলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি। নির্যাতনের মুখেও তিনি মাথা নত করেননি। সংগ্রামের মধ্য দিয়েই তিনি বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের পথ দেখিয়েছেন। তার ইন্তেকালে আজ কোটি কোটি মানুষ গভীর শোকে মুহ্যমান। আমরা বিশ্বাস করি, আল্লাহ তায়ালা তাকে জান্নাতে সর্বোত্তম প্রতিদান দান করবেন।”
কায়েতপাড়ার দীর্ঘদিনের গ্যাস সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, “আওয়ামী লীগ আমলে সাধারণ মানুষের কাছ থেকে গ্যাস সংযোগের নামে কোটি কোটি টাকা আদায় করা হলেও পরে সেই অবৈধ গ্যাসলাইন কেটে দেওয়া হয়েছে। এতে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।” তিনি দৃঢ় আশ্বাস দিয়ে বলেন, “ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় এলে কায়েতপাড়াসহ প্রতিটি ঘরে বৈধ গ্যাস সংযোগ নিশ্চিত করা হবে।”
নির্বাচন প্রসঙ্গে দিপু বলেন, “গত ১৭ বছর ধরে দেশের মানুষ তাদের ‘ভোটাধিকার’ থেকে বঞ্চিত। ভোটের আগেই রাতের আঁধারে ভোট হয়ে গেছে। তবে এবার জনগণ নিজের ভোট নিজে দিতে পারবে।”
অনুষ্ঠান শেষে দেশ, জাতীর কল্যাণ এবং বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









