লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত এক বাংলাদেশি যুবক পুনরায় গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দৈখাওয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা যায়, রাত ১২টা ১০ মিনিটের দিকে দৈখাওয়া বিওপির একটি টহলদল নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় হঠাৎ গুলির শব্দ শুনতে পায়। পরে সীমান্ত পিলার নম্বর ৯০২-এর নিকটবর্তী এলাকায় গিয়ে কয়েকজন লোককে ছোটাছুটি করতে এবং এক গুলিবিদ্ধ ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিজিবির তত্ত্বাবধানে গুলিবিদ্ধ ওই যুবককে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত যুবকের নাম মো. রনি (২২)। তিনি হাতীবান্ধা উপজেলার গোতামারী গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে। বিজিবির দাবি, রনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক বহনকারী হিসেবে পরিচিত।
বিজিবি আরও জানায়, এর আগেও গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএসএফের ছররা গুলিতে আহত হয়ে রনি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে তার বাড়িতে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও প্রথমে তার বাবা ছেলের অবস্থান সম্পর্কে অস্বীকার করেন। এরপর থেকে তিনি পলাতক অবস্থায় ছিলেন।
বর্তমানে রনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আপাতত আশঙ্কামুক্ত বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় তার বিরুদ্ধে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,
“বারবার সতর্ক করা সত্ত্বেও সীমান্ত এলাকায় এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত হতাশাজনক।”
তিনি সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের বিজিবিকে সর্বাত্মক সহায়তা করার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









