The Daily Adin Logo
প্রান্তলোক
লক্ষ্মীপুর প্রতিনিধি

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

আপডেট: বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৪ মাসের শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে  ৪ মাসের শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৪ মাসের শিশু আয়াত হোসেনের মৃত্যু হয়েছে। এছাড়া চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে রামগঞ্জ উপজেলার নরিনপুর এলাকায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে নরিনপুর এলাকায় দুলাল হোসেনের বসতঘরে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় দুলাল হোসেনের ঘরে থাকা তার চার মাসের শিশু আয়াত হোসেন দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। পুড়ে যায় দুলাল হোসেন ও সিরাজ উদ্দিনসহ ৪ জনের বসত ঘর। 

খবর পেয়ে রামগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে শিশুর মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রেজাউল হক বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও শিশু আয়াত দগ্ধ হয়ে কয়লা হয়ে যায়। তবে তিনটি ঘর সম্পূর্ণ ও একটি বসতঘর আংশিক পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর  লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তের আগুনে দগ্ধ হয়ে মারা যায় শিশু শিক্ষার্থী আয়েশা আক্তার বিনতি (৮) এবং ছয় দিন রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসারত দগ্ধ বড় মেয়ে সালমা আক্তারের (১৮) মৃত্যু হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.