The Daily Adin Logo

কুড়িগ্রামে তীব্র শীতে বিপর্যস্ত নিম্ন-দরিদ্র জনগোষ্ঠী

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ এএম

আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ এএম

কুড়িগ্রামে তীব্র শীতে বিপর্যস্ত নিম্ন-দরিদ্র জনগোষ্ঠী

কুড়িগ্রামে গত কয়েক দিনে তীব্র শীত ও ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে চরাঞ্চলের দরিদ্র মানুষের কষ্ট বেড়েছে বহুগুণ। রাত থেকে সকাল পর্যন্ত হিমশীতল বাতাসে কাঁপুনি বাড়ছে। সূর্যের দেখা মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

শীত নিবারণের জন্য পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় শিশু ও বয়স্কদের ভোগান্তি আরও বেড়েছে। বিশেষ করে নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ সব থেকে বেশি বিপাকে।

শীত থেকে বাঁচতে দিনে ও রাতের বেলায় অনেকে খড়কুটো, কাঠ ও শুকনো পাতা জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। রাতের বেলা ঠান্ডার তীব্রতা বাড়লে অসহায় মানুষগুলোর কষ্ট যেন আরও প্রকট হয়ে ওঠে। সন্ধ্যা গড়ালেই কুড়িগ্রামে রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো পড়ছে কুয়াশার শিশির।

শীত নিবারণের জন্য সরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণের ঘোষণা থাকলেও অনেক দরিদ্র মানুষ এখনো কম্বল পাননি বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ছিন্নমূল মানুষগুলো জানাচ্ছেন, যারা কাজে শীতকে উপেক্ষা করে বেড়াচ্ছেন তাদের আমলা তান্ত্রিক জটিলতার কারণে সরকারি কম্বল পাচ্ছেন না। যারা ভিক্ষা করেন এবং সড়কের পাশে বসবাস করেন তারা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সঙ্গে না রাখার কারণেও সরকারি এ সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। কেউ কেউ শীত নিবারণের জন্য গরম পোশাকের কথাও জানাচ্ছেন। 

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা খায়রুল ইসলাম বলেন, অতিরিক্ত ঠান্ডায় আমার ছেলের কয়েক দিন ধরে ডায়রিয়া শুরু হয়েছে। তাই হাসপাতালে ভর্তি করিয়েছি।

কুড়িগ্রামের সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস বলেন, জেলায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জেলার নয়টি উপজেলায় আক্রান্তদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুড়িগ্রাম জেলা শাখার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন জানান, জেলার নয়টি উপজেলায় ২৫ হাজার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শনিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৯ শতাংশ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.