The Daily Adin Logo

কক্সবাজারে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: দুই পরীক্ষার্থী আটক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ এএম

আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ এএম

কক্সবাজারে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: দুই পরীক্ষার্থী আটক

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) পরীক্ষা চলাকালে কক্সবাজার সিটি কলেজ ও দক্ষিণ খুরুশকুল পরীক্ষাকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। সরকারি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ডিভাইসসহ ওই দুই পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করেন।

আটকের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ইলেকট্রনিক ডিভাইস এবং একটি পুলিশের ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডিভাইস ব্যবহার করে বাইরে থেকে প্রশ্ন ও উত্তর আদান-প্রদানের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।

আটককৃতরা হলেন—পেকুয়া উপজেলার আক্তার আহমেদের ছেলে ফজলুল হক এবং কুতুবদিয়া উপজেলার লেমশীখালী এলাকার হাবিবুল মান্নানের স্ত্রী জেসমিন আক্তার।

ঘটনার পরপরই আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

প্রশাসন সূত্র জানায়, প্রশ্নফাঁস চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.