সাগর ও নদীর তীরে শুঁটকি উৎপাদনের ধুম
সের্ন্টমার্টিনসহ টেকনাফের সমুদ্র সৈকত ও নাফনদীর তীরসহ বিভিন্ন গ্রাম এবং সমুদ্র উপকূলে কাঁচা মাছকে রোদে শুকিয়ে শুঁটকি মাছ উৎপাদন করছেন স্থানীয় শুঁটকি ব্যবসায়ীরা। বর্তমানে উৎপাদনের ধুম চলছে। সের্ন্টমাটিনের সৈকত পাড়ে, শামলাপুর সৈকতের পাড়ে, বাহাছড়ার সৈকত এলাকায়, টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী নাফনদীর তীরে, ...