The Daily Adin Logo

খুলনায় যুবককে গুলি করে হত্যা

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম

আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনায় রূপসা উপজেলার বাগমারা এলাকায় শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত একটার দিকে এক যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।

নিহত আবদুল বাছেদ (৩০) খুলনা নগরের দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নৈহাটি ইউনিয়নের বাগমারা কদমতলা বালুর মাঠ এলাকায় বাছেদকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর তিনটি গুলি ছোড়ে। এর মধ্যে দুটি গুলি তার বুকে এবং একটি গুলি তার মাথায় লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় বাছেদকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ রোববার বিকেল পর্যন্ত এ ঘটনায় রূপসা থানায় কোনো মামলা হয়নি।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, ‘আবদুল বাছেদের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা আছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি কয়েকজনের সঙ্গে পিকনিকের উদ্দেশ্যে ওই এলাকায় এসেছিলেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.