The Daily Adin Logo

দুই বান্ধবীকে ধর্ষণ: অভিযুক্তের মা গ্রেপ্তার

পটুয়াখালী(বাউফল)প্রতিনিধি

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম

আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম

দুই বান্ধবীকে ধর্ষণ: অভিযুক্তের মা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণিতে পড়ুয়া দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় নুরজাহান বেগম (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নুরজাহান বেগম অভিযুক্ত অনিকের মা।

রোববার (১১ জানুয়ারি) সকালে নুরজাহান বেগমকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১০জানুয়ারি) রাতে বাউফল থানায় ধর্ষিতা দুই শিক্ষার্থী অভিযোগ করেন ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক (২০) নামের এক যুবক তার এক বান্ধবীকে বাসায় ডাকেন। ওই বান্ধবী অনিকের বাসায় যাওয়ার সময় আরেক বান্ধবীকে সঙ্গে নিয়ে যায়। সেখানে অনিক কৌশলে দু’জনকে ধর্ষণ করে। এরপর ধর্ষিতা দুই শিক্ষার্থী অনিকের মা নুরজাহান বেগমকে বিষয়টি জানায়। কিন্তু নুরজাহান বেগম ভিকটিমদের কোনো সহায়তা না করে ছেলেকে (অনিক) পালিয়ে যেতে সাহায্য করেন। 

অনিক উপজেলার মদনপুরা ইউনিয়নের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে। 

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ‘ভিকটিম দুই শিক্ষার্থী থানায় অভিযোগ করার পর অনিকের মা নুরজাহান বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। আর অভিযুক্ত অনিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল তৎপরতা শুরু করেছে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.