কক্সবাজার সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৮ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় প্রায় ৫ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ২০ হাজার টাকা।
রোববার (১১ জানুয়ারি ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টায় কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ কক্সবাজার সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট শনাক্ত করে জব্দ করা হয়। পরে বোট তল্লাশি করে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১৮ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে কক্সবাজার সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। এ সময় মালিক পক্ষের কাছ থেকে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত মাছ নিলামের মাধ্যমে বিক্রি করে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ ধরা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
কাওছার/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









