The Daily Adin Logo

ফটিকছড়িতে আগুনে পুড়ে ছাই ৬ বসতঘর

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ১০:০২ এএম

আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ১০:০২ এএম

ফটিকছড়িতে আগুনে পুড়ে ছাই ৬ বসতঘর

চট্টগ্রামের ফটিকছড়ি আগুনে পুড়ে ছয় বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

১১ জানুয়ারী রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে ৪নং ওয়ার্ডের রোইষ্যার বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে  ধুরুং খুলশী লাইন্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার আব্দুল মুনায়েম, ফটিকছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার শাহাজাহান, মোঃ জানে আলম, শাহ আলম, আবুল কালাম ও মাহবুব আলমের ২টি কাঁচা ঘর, ১টি সেমিপাকা বসতঘর ও ২টি গুদামঘর সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় মোহাম্মদ ইলিয়াস জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকাবাসী দ্রুত পানি ও যন্ত্রপাতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহাজাহান জানান, নগদ ৩০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার, দলিলপত্রসহ অন্তত ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অন্য পরিবারগুলোও কোনও মূল্যবান জিনিসপত্র বের করতে পারেননি বলে তিনি জানান। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০-৩০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিন বলেন, হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে অল্প সময়েই পাঁচটি ঘর ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সব হারিয়ে এখন প্রায় দিশেহারা। 
 
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাইয়ুম বলেন, ট্রিপল নাইন থেকে খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ৩৫/৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

 

 

কাওছার/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.