The Daily Adin Logo

রাজবাড়ীতে পদ্মা নদীতে ভাসছে কুমির, জনমনে আতঙ্ক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০৪ এএম

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০৪ এএম

রাজবাড়ীতে পদ্মা নদীতে ভাসছে কুমির, জনমনে আতঙ্ক

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে দেখা যাচ্ছে বিশাল এক কুমির। এতে নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে কুমিরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
  
মঙ্গলবার (১৩ জানুয়ারী) দুপুর ১২টার দিকে উড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে বেশ কয়েকবার কুমির ভেসে উঠতে দেখেছে এলাকাবাসী। এতে তারা আতঙ্কিত হয়ে পড়ে। 

সরজমিনে গিয়ে দেখা যায়, এলাকাবাসীসহ উৎসুক জনতা কুমির দেখার জন্য উড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকার পদ্ম নদীর পাড়ে ভিড় করেছে। 
স্থানীয় বাসিন্দা সুমন মন্ডল বলেন, গত ৩ দিন যাবত উড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিনের বেলায় কুমির দেখা যাচ্ছে। সকালেও বেশ কয়েকবার কুমিরটি নদী তীরবর্তী এলাকায় ভেসে উঠে। সকালে এক গৃহবধু নদীতে কাপড় কাচার জন্য নদীতে আসলে সে কুমিরটি ভেসে উঠতে দেখে দৌড়ে পালিয়ে যায়। 
স্থানীয় আরেক বাসিন্দা নাহিদুর রহমান জানান, উড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে কুমিরটি দেখা গেছে। সকাল থেকে বেশ কয়েকবার কুমিরটি নদীতে ভেসে উঠেছে। যে স্থানে কুমিরটি দেখা গেছে সেখানে প্রতিদিন শত শত মানুষ গোসল করে। এ নিয়ে এলাকায় কৌতুহল তৈরি হয়েছে। পদ্মা পাড়ের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

এ বিষয়ে রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান বলেন, আমিও বিষয়টি জানতে পেরেছি। উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে কুমির দেখা যাচ্ছে। যেহেতু ওই স্থানটি মূল নদী সেহেতু ওখান থেকে কুমির ধরা এক প্রকার অসম্ভব। আমরা আমাদের পক্ষ থেকে এলাকাবাসীকে সচেতন করবো যাতে তারা নদীতে না নামে।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পদ্মা পাড়ের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।

 

 

কাওছার/ন্যাশনাল/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.