The Daily Adin Logo

শিবচরে ৪৬২ গ্যাসের সিলিন্ডার উদ্ধার

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম

শিবচরে ৪৬২ গ্যাসের সিলিন্ডার উদ্ধার

মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রীজ সংলগ্ন সড়ক থেকে ট্রাকসহ লুট হওয়া ৪শত ৬২ পিস খালি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। অভিযান চালিয়ে মঙ্গলবার(১৩ জানুয়ারি) রাতে ঢাকার আশুরিয়ার গকুলনগর এলাকার ডাকাতদলের সদস্য আতিকের বাড়ি থেকে বিপুল পরিমান গ্যাসের খালি সিলিন্ডার উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ১৩ লক্ষ টাকা। 

বুধবার (১৪ জানুয়ারী) সকালে সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) সালাহ উদ্দীন কাদের প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল হতে ৪৬২ পিস গ্যাসের খালি সিলিন্ডার নিয়ে ট্রাকযোগে মংলা যাওয়ার পথে মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রীজের নিকট এলে ডাকাতদল তাদের গতিরোধ করে। এসময় ট্রাক থামাতে বাধ্য হলে চালক আসলাম খান ও সহকারী রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাদের জিম্মি করে ডাকাতদলের ব্যবহৃত পিকআপে তুলে নিয়ে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের নিয়ন্ত্রন নিয়ে নেয় ৭/৮ জনের ডাকাতদল। পরে তাদের পথিমধ্যে ফেলে পালিয়ে যায় ডাকাতদল। পরে এ ঘটনায় শিবচর থানায় ডাকাতি মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ।

মাদারীপুর জেলা পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ সালাহ উদ্দিন কাদের এর নেতৃত্বে শিবচর থানা পুলিশের টিম  তথ্য প্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন মাধ্যমে ডাকাতদের শনাক্ত ও অবস্থান
নির্ণয় করে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্য আশুলিয়ার গকুলনগর এলাকার জলিলের ছেলে আতিক পরিবার সহ পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আতিকের বাসার তালা ভেঙে তল্লাশী করে ডাকাতি হওয়া ৪৬২ পিস খালি গ্যাস সিলিন্ডার যার মধ্যে ৫০ পিস দ্বিখন্ডিত করা অবস্থায় উদ্ধার করে জব্দ করা হয়। 

সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) মো.সালাহ উদ্দিন কাদের বলেন,'আমরা ডাকাতি হওয়া গ্যাসের সিলিন্ডারগুলো উদ্ধার করেছি। যার বাজার মূল্য আনুমানিক ১৩ লাখ টাকা। এ ঘটনায় ডাকাতদলের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।'

 


কাওছার/ন্যাশনাল/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.