বাগেরহাটের শরণখোলা উপজেলার চালরায়েন্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৎস্যজীবী লাল মিয়া হাওলাদারের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা স্বর্ণালংকার, আসবাবপত্র, নগদ অর্থসহ সব মালামাল পুড়ে যায়। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে।
মৎস্যজীবী লাল মিয়া হাওলাদারের স্ত্রী রাবেয়া বেগম জানান, তার স্বামী সমুদ্রে গেছেন মাছ ধরতে। নিকটাত্মীয় এক মহিলাকে নিয়ে রাতে তিনি ঘুমিয়েছিলেন। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ঘর থেকে বের হতে সক্ষম হন তারা। তবে কিছু বুঝে ওঠার আগেই ঘরের ভেতরে থাকা টাকা, জমির দলিলসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে ছুটে যান। তাদের পৌঁছানোর আগেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়েও বসতঘরটি রক্ষা করতে পারেননি।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আফতাবী আলম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে ।
এ বিষয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির বিষয় গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হয়েছে। সরকারি বিধি অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে সম্ভাব্য সহযোগিতা দেয়া হবে।
কাওছার/ন্যাশনাল/এদিন



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









