কুমিল্লার মুরাদনগর উপজেলায় হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূইয়া বাড়ি ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় রাইফেল উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র দুটি আগে মুরাদনগরের হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হয়েছিল। অস্ত্র উদ্ধারের পর পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে এবং তাদের গ্রেপ্তারের জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
কাওছার/ন্যাশনাল/এদিন



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









