The Daily Adin Logo

নারীর নিরাপত্তার দিকে বিশেষ নজর দেয়া হবে: নাদিরা

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম

আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম

নারীর নিরাপত্তার দিকে বিশেষ নজর দেয়া হবে: নাদিরা

মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার বলেছেন, 'নির্বাচনে বিজয়ী হতে পারলে মাদারীপুর-১ আসনের নারীদের নিয়ে আলাদা কাজ করার নানা পরিকল্পনা রয়েছে। নারীর নিরাপত্তার দিকে বিশেষ নজর দেয়া হবে। নারীরা নির্বিঘ্নে সমাজের উন্নয়নে যেন অংশ নিতে পারে সেই ক্ষেত্র তৈরি করতে কাজ করে যাব।'


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে নির্বাচন পরিচালনা সংক্রান্ত আংশিক কমিটি গঠন নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় নাদিরা আক্তার বলেন, '১৭ বছরে এ দেশের তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা নির্বাচনের প্রচারণায় তরুণ প্রজন্মকে বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। আসলে ভোটাধিকার প্রয়োগ নিজের অধিকার। স্বানন্দে প্রত্যেকে তার পছন্দের ব্যক্তিকে ভোট দেবে। তরুণ প্রজন্ম ধানের শীষে ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বলে আমরা আশাবাদী। তাছাড়া ভোটের কার্যক্রম সুষ্ঠ‍ু হবে।'

এসময় তিনি আরো বলেন, 'মাদারীপুর ১ আসনে একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। যারা বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে জামায়াতে ইসলামীসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আমার সম্মান রয়েছে। তারাও নিজ নিজ প্রচারনা চালিয়ে যাচ্ছে। আমিও আমার এলাকা চষে বেড়াচ্ছি। দীর্ঘসময় পর দেশের মানুষ আনন্দে ভোট দেবে এই প্রতীক্ষায় রয়েছে। ধানের শীষ প্রতীক নিয়ে আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।'
এসময় শিবচর উপজেলা বিএনপি কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায় শহিদুল ইসলাম পুীসহ বিএনপি নেতাকর্মী ছিলেন।

কাওছার/ন্যাশনাল/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.