The Daily Adin Logo
চিত্রলোক
নিজস্ব প্রতিবেদক

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

মা হারালেন মোহনলাল

মা হারালেন মোহনলাল

ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা মোহনলালের মা সন্থাকুমারী ৯০ বছর বয়সে মারা গেছেন। খবর ফিল্মফেয়ার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কোচির এরনাকুলামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রতিবেদনে জানা যায়, মায়ের মৃত্যুর সময়ে বাড়িতে ছিলেন না মোহনলাল। একটি সিনেমার শুটিং করছিলেন। খবর পেয়ে দ্রুত বাড়ি ফেরেন এই তারকা। বুধবার (৩১ ডিসেম্বর) সন্থাকুমারীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। 

গত কয়েক বছর ধরে নানা ধরনের স্বাস্থ্যসমস্যায় ভুগছিলেন মোহনলালের মা। প্রায় এক দশক আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন তিনি; তারপর থেকে শয্যাশায়ী ছিলেন। বহু বছর ধরে তার শারীরিক অবস্থা খুবই নাজুক ছিল বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে। 

মোহনলালের মায়ের মৃত্যুতে বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী, মাম্মতি, কমল হাসানসহ ভারতের দক্ষিণী সিনেমার তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.