The Daily Adin Logo
চিত্রলোক
চিত্রলোক ডেস্ক

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

আপডেট: বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

‘পুষ্পা’কে ছাড়িয়ে আয়ের শীর্ষে ‘ধুরন্ধর’

‘পুষ্পা’কে ছাড়িয়ে আয়ের শীর্ষে ‘ধুরন্ধর’

মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলে হাজার কোটি রুপি পার করেছে আদিত্য ধরের ‘ধুরন্ধর’। ভারতে সর্বোচ্চ আয়ের তালিকায়  শীর্ষে অবস্থান করছে রণবীর অভিনীত সিনেমাটি। রেকর্ড ভাঙা–গড়ার মধ্যে হিন্দি সিনেমার বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে ‘ধুরন্ধর’। আল্লু অর্জুনের ‘পুষ্পা-দ্য রুল’কে পেছনে ফেলে এটি এখন হিন্দির সর্বোচ্চ উপার্জন করা সিনেমায় পরিণত হয়েছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টার শেয়ার করেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জিও স্টুডিও। সেই পোস্টারে ‘ধুরন্ধর’কে ভারতের বক্স অফিসে সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমা হিসেবে বলা হয়েছে।

ছবিটি মুক্তির পঞ্চম মঙ্গলবারে এ মাইলফলক স্পর্শ করেছে। প্রযোজনা প্রতিষ্ঠানের প্রকাশিত বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার ছবিটি আনুমানিক আয় করে ৫ কোটি ৭০ লাখ রুপি। এতেই ভারতের বক্স অফিসে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে প্রায় ৮৩১ কোটি ৪০ লাখ রুপি।

এর কয়েক দিন আগেই, মুক্তির মাত্র পঞ্চম সপ্তাহান্তে ছবিটি ভারতে ৮০০ কোটি রুপি নেট আয়ের গণ্ডি পেরোয়। এর আগে হিন্দি বাজারে সর্বোচ্চ লাইফটাইম ব্যবসার রেকর্ডটি ছিল ‘পুষ্পা ২: দ্য রুল’-এর দখলে, যার আয় ছিল আনুমানিক ৮৩০ কোটি রুপি। ‘পুষ্পা ২’ এর আগে এই রেকর্ডটি টানা আট বছর ধরে রেখেছিল ‘বাহুবলী ২’।

বলিউড বাণিজ্যবিশ্লেষকদের একাংশের ধারণা, ছবিটির লাইফটাইম ভারতীয় নেট আয় ৮৭৫ কোটি রুপি পর্যন্ত পৌঁছাতে পারে। আবার অনেকেই মনে করছেন, চূড়ান্ত অঙ্ক ৯০০ কোটি রুপি ছুঁলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।

রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও সারা অর্জুনকে নিয়ে নির্মিত আদিত্য ধরের স্পাই-থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’। প্রথম দিন থেকেই এটি বক্স অফিসে দাপট দেখাতে শুরু করে এবং মুক্তির মাত্র ২১ দিনের মাথায় এটি ঢুকে পড়ে ‘হাজার কোটির ক্লাবে’।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.