The Daily Adin Logo

অভিমান ভেঙে আবার চলচ্চিত্রে ডলি জহুর

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম

আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:০৭ পিএম

অভিমান ভেঙে আবার চলচ্চিত্রে ডলি জহুর

নন্দিত অভিনেত্রী ডলি জহুর। পর্দায় মায়ের চরিত্রে তার উপস্থিতি মানেই দর্শক মনে এক অনন্য আবেশ। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী দীর্ঘ ১৫ বছর নিজেকে বড় পর্দা থেকে সরিয়ে রেখেছিলেন। অবশেষে সেই বিরতি ভেঙে আবারও ফিরছেন সিনেমায়।

দীর্ঘ বিরতির পর সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ শিরোনামের একটি কাজে। বর্তমানে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’ এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

কাজে ফেরার বিষয়ে ডলি জহুর বলেন,“অভিমান করেই সিনেমা ছেড়েছিলাম। কমার্শিয়াল সিনেমা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। একই ধরনের চরিত্র, একই গল্প আর কত ভালো লাগে। কিন্তু এবার রেদওয়ান রনির অনুরোধ ফেলতে পারিনি। ও খুব যত্ন নিয়ে কাজ করে। সবাই খুব খেয়াল রাখছে, ভালো লাগছে।”

চলনবিলের শুটিং সেট থেকে নিজের অনুভূতির কথাও জানান এই বর্ষীয়ান অভিনেত্রী। তিনি বলেন,“চলনবিলের ওপর দিয়ে জীবনে কতবার গিয়েছি, কিন্তু এবার এখানে শুটিং করছি এটাই আলাদা অনুভূতি। একটু ঠান্ডা লেগেছে, ওষুধ খাচ্ছি। তারপরও মনটা খুব ভালো।”

নিয়মিত বড় পর্দায় ফেরার বিষয়ে তিনি বলেন,“সেই বয়স কি আর আছে? আর এখন তো আমাদের কেন্দ্র করে গল্প লেখা হয় না। একই ধরনের চরিত্রে বারবার কাজ করার ইচ্ছাও নেই।”

এসভিএফ ও আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহপ্রযোজিত সিনেমা ‘দম’ মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে। সিনেমাটিতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে। প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি।

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.