The Daily Adin Logo

বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল?

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম

আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম

বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুর

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুর আগামী ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে করতে যাচ্ছেন বলে গুঞ্জন উড়ছে। খবর দ্য ফ্রি প্রেস জার্নালের।  

প্রতিবেদন থেকে জানা যায়, ধানুশ-ম্রুণাল ঠাকুরের বিয়ের গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে কয়েক দিন ধরে। ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। সেখানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব উপস্থিত থাকবেন বলে জানা গেলেও তারকা জুটির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ এমন গুঞ্জন উড়ছে কয়েকদিন ধরেই। একাধিক ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে একসঙ্গে দেখা গেছে এ জুটিকে। তাদের সম্পর্কের ব্যাপারটি প্রথম নজরে পড়ে, যখন ম্রুণাল ঠাকুরের জন্মদিনের পার্টিতে যান ধানুশ। এ পার্টিতে পরস্পরের হাত ধরে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে তাদের কথা বলতে দেখা যায়। এ মুহূর্তের ভিডিও ক্লিপ এখন অনলাইনে ভাইরাল। 

এরপর ম্রুণাল ঠাকুর অভিনীত ‘সন অব সরদার টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে অংশ নেন ধানুশ। সেখানেও একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। তারপরই প্রশ্ন—তারা কি কেবল বন্ধু, না কি এর চেয়েও বেশি কিছু? 

এ নিয়ে জোর চর্চা হওয়ার পর নীরব ছিলেন দুজনেই। গত বছরের মাঝামাঝি সময়ে বিষয়টি নিয়ে মুখ খুলেন ম্রুণাল। শুরুতে এটিকে ‘মজা’ হিসেবে দেখেছেন তিনি, ‘অনলি কলিউড’-কে দেওয়া সাক্ষাৎকারে সম্পর্কের বিষয়ে বলেছিলেন, ‘ধানুশ কেবল আমার ভালো বন্ধু।’

ম্রুণাল ঠাকুর বলেন, “ধানুশ ‘সন অব সরদার টু’ সিনেমার ইভেন্টে অংশ নিয়েছিলেন। এটাকে কেউ ভুলভাবে নেবেন না। কারণ উনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন অজয় দেবগন।” প্রেমের গুঞ্জনে ধানুশকে ‘বন্ধু’ বললেও বিয়ের গুঞ্জনে এখনো নীরব ম্রুণাল। 

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.