বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘জামায়াতে ইসলামী গতানুগতিক রাজনৈতিক ধারার বিপরীতে দাঁড়িয়ে সমাজ ও রাষ্ট্রে ইনসাফভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। এ কারণেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়াচ্ছে ।‘
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা গুজব প্রতিরোধে তরুণ প্রজন্মকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ জানুয়যরি) রাতে ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন পরিচালনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামী দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি সংগঠন। ফটিকছড়ি আসন থেকে অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনকে বিজয়ী করা গেলে পুরো ফটিকছড়িকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত এলাকায় রূপান্তর করা সম্ভব হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখজনকভাবে সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি।’তিনি আরো বলেন, ফটিকছড়ি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচিত হলে প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও উন্নয়নসহ ফটিকছড়ির প্রতিটি সেক্টরে ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা হবে।’
জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের পরিচালক ও চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আবদুল জব্বারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি ইব্রাহিমসহ অন্যান্য নেতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি বলেন, ‘জামায়াতের নেতাকর্মী দুর্নীতিতে জড়িত নয়। দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোকে দুর্নীতিমুক্ত করা গেলে একটি উন্নত ও কল্যাণরাষ্ট্র গড়ার পথ সুগম হবে।‘
সভাপতির বক্তব্যে আবদুল জব্বার বলেন, ‘জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করছে।’
এ ছাড়া সভায় ফটিকছড়ি ও ভূজপুর থানা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। আসন পরিচালনা কমিটির এ সভায় ফটিকছড়ি ও ভূজপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের কেন্দ্র পরিচালনা কমিটির নেতারাসহ উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের নির্বাচন পরিচালনা কমিটির নেতারা এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কাওছার/ন্যাশনাল/এদিন



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









