The Daily Adin Logo

রূপগঞ্জে মাদকের ঘাঁটি গুড়িয়ে দিল যৌথ বাহিনী, আটক ৩

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম

আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম

রূপগঞ্জে মাদকের ঘাঁটি গুড়িয়ে দিল যৌথ বাহিনী, আটক ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারর জড়িত ৩ জনকে আটক করা হয়।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভলাপাড়া এলাকায় অবৈধ মাদকদ্রব্য মজুদ থাকার সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী । 

রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরিফ জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে লাবরাপাড়র একটি পতিত পুকুরের পাশে অবস্থিত কয়েকটি তালাবদ্ধ বাড়ির তালা ভেঙে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়িগুলোর ভিতর থেকে ১৩৫ কেজি গাঁজা, ৯ হাজার ৫০০ পিস ইয়াবা, ১ হাজার ৬০০ পিস ফেনসিডিল এবং ‘ইস্কাব’ নামে পরিচিত একটি মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানান তিনি। অভিযানে ঘটনাস্থল থেকে একই এলাকার তানজিদ, রিফাত ও রিদুল নামে তিনজনকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মেজর শরিফ আরও জানান, গত দেড় বছর ধরে রূপগঞ্জ উপজেলায় মাদক, অস্ত্রসহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। তিনি মাদকসহ যেকোনো বে-আইনি কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ।

 

কাওছার/ন্যাশনাল/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.