The Daily Adin Logo

বিপিএল থেকে নোয়াখালীর বিদায়

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

বিপিএল থেকে নোয়াখালীর বিদায়

টানা ছয় ম্যাচে হারের পর টানা দুটি জয় পেয়ে প্লে-অফের স্বপ্ন দেখছিল নোয়াখালী এক্সপ্রেস। তবে সেই স্বপ্নে চূড়ান্ত আঘাত হানল চট্টগ্রাম রয়্যালস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের কাছে ৫ উইকেটে হেরে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো নবাগত ফ্র্যাঞ্চাইজিটি।

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস ২০ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান সংগ্রহ করতে পারে। জবাবে চট্টগ্রাম রয়্যালস ১৮ বল হাতে রেখেই জয় তুলে নেয়।

সহজ লক্ষ্য তাড়ায় নেমেও ভালো শুরু করতে পারেনি চট্টগ্রাম। মাত্র ২৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। তবে পঞ্চম উইকেটে অধিনায়ক শেখ মেহেদী হাসান ও হাসান নেওয়াজ জুটিতে ৪০ রান তুলে জয়ের ভিত্তি গড়ে দেন। এরপর আসিফ আলীকে সঙ্গে নিয়ে ম্যাচ বের করে আনেন মেহেদী।

ফিফটি থেকে মাত্র এক রান দূরে থেকে অপরাজিত ৪৯ রান করে ম্যাচ শেষ করেন চট্টগ্রামের অধিনায়ক। আসিফ আলী খেলেন কার্যকর ৩৬ রানের ইনিংস। এছাড়া মোহাম্মদ নাঈম শেখ করেন ১৮, হাসান নেওয়াজ ১১ এবং মোহাম্মদ হারিস ৭ রান। মাহমুদুল হাসান জয় ও মাহফিজুল ইসলাম কোনো রান করতে পারেননি।

এর আগে মিরপুরে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও তা ধরে রাখতে পারেনি নোয়াখালী। ওপেনার সৌম্য সরকার ৩.১ ওভারে দলীয় ৩৪ রানে আউট হন (১৪)। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। পুরো ইনিংসে মাত্র তিন ব্যাটার বিশের ঘর পার করতে সক্ষম হন। ৯২ রানের ব্যবধানে ১০ উইকেট হারায় নোয়াখালী।

জাকের আলী করেন ২৩, সাব্বির হোসেন ২২ এবং হাসান ইসাখিল করেন ২৫ রান। পাওয়ার প্লের শেষ ওভারের শেষ বলে হাসান ইসাখিলকে ফিরিয়ে নোয়াখালীর ধসের সূচনা করেন শরিফুল ইসলাম। পরে ১৬তম ওভারে পরপর দুই বলে হাসান মাহমুদ ও মেহেদী হাসান রানাকে আউট করেন তিনি। নিজের শেষ ওভারে সাব্বির হোসেন ও ইহসানউল্লাহকে ফেরান এই পেসার।

৩.৫ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে চলতি আসরের অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স উপহার দেন শরিফুল। এই হারের ফলে নোয়াখালী এক্সপ্রেসের প্লে-অফ স্বপ্নের আনুষ্ঠানিক সমাপ্তি হলো, আর চট্টগ্রাম রয়্যালস টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে তুলে  নিয়েছে গুরুত্বপূর্ণ জয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.