The Daily Adin Logo
দূরলোক
দূরলোক ডেস্ক

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

আপডেট: শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

মাদুরোর বিচার হবে যুক্তরাষ্ট্রের আদালতে

মাদুরোর বিচার হবে যুক্তরাষ্ট্রের আদালতে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটিতে আর কোনো হামলা চালানো হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অপরদিকে আটককৃত মাদুরোকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হবে। এখানেই হবে তার বিচার। এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর মাইক লি।

মাইক লি জানান, মাদুরো আটক হওয়ার পর তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। রুবিও তাকে অবহিত করেন, যেহেতু মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে, তাই ভেনেজুয়েলায় নতুন করে কোনো সামরিক অভিযান পরিচালনার প্রয়োজন নেই। পাশাপাশি আটককৃত মাদুরোকে যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করা হবে এবং সেখানেই তার বিচার অনুষ্ঠিত হবে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে মাইক লি লেখেন,“পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ধারণা দিয়েছেন, মাদুরো যেহেতু এখন যুক্তরাষ্ট্রের হাতে, তাই ভেনেজুয়েলায় আর হামলা চালানো হবে না। মাদুরোকে আটকের ওয়ারেন্ট বাস্তবায়নে যারা যুক্ত ছিলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই ভেনেজুয়েলায় মধ্যরাতে হামলা চালানো হয়েছিল।”

যুক্তরাষ্ট্রের অভিযোগ, নিকোলাস মাদুরো ভেনেজুয়েলায় একটি বড় মাদক সাম্রাজ্য পরিচালনা করেন। সেখানে উৎপাদিত মাদক যুক্তরাষ্ট্রে পাচার করা হয়। এসব অভিযোগের ভিত্তিতে ২০২০ সালেই মাদুরোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে তাকে গ্রেপ্তার বা আটক করতে সহায়তা করলে ৫০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণাও দেয় যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ দেশটির কয়েকজন কর্মকর্তার বরাতে জানিয়েছে, মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিট ডেল্টা ফোর্স।

ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মাদুরোর আটক এবং তাকে যুক্তরাষ্ট্রে বিচার মুখোমুখি করার সিদ্ধান্ত লাতিন আমেরিকার রাজনীতি ও যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মোড় তৈরি করতে পারে।

সূত্র: বিবিসি, আলজাজিরা

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.