ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে নিউইয়র্কের স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেলেও তাঁর সঙ্গে স্ত্রী সিলিয়া ফ্লোরেস ছিলেন না। হোয়াইট হাউস এর আগে বলেছে, মাদুরোর সঙ্গে তাঁর স্ত্রীকেও আটক করা হয়েছে।
নিউইয়র্কের নিউ উইন্ডসরে অবতরণ করা বোয়িং ৭৫৭ উড়োজাহাজে ফ্লোরেস ছিলেন না তা নিশ্চিতভাবে জানা যায়নি। মাদক পাচার ও কোকেন আমদানির অভিযোগে করা মামলায় মাদুরো ও তাঁর স্ত্রী দুজনেরই নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে হাজিরা দেওয়ার কথা। কিন্তু মাদুরোর সঙ্গে স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নামতে দেখা যায়নি।
যদিও হোয়াইট হাউস এ বিষয়ে কোনো তথ্য জানায়নি।
গতকাল শনিবার দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন সেনারা। ফ্লোরিডার স্থানীয় সময় রাত ১১টায় সংবাদ সম্মেলন করেন ট্রাম্প।
সেখানে তিনি জানান, খুবই দ্রুত ও ক্ষ্রিপতার সঙ্গে মাদুরোকে আটক করেছে তাদের সেনারা। ওই সময় তাদের জন্য ভেনেজুয়েলার সেনারা অপেক্ষা করলেও তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।
ট্রাম্প হুমকি দিয়েছেন যদি প্রয়োজন হয় তাহলে ভেনেজুয়েলায় দ্বিতীয় বড় হামলা চালানো হবে। কিন্তু মাদুরোকে যেহেতু এখন আটক করা হয়েছে এবং প্রথম হামলা সফল হয়েছে তাই আর হামলা চালানোর সম্ভাবনা নেই।
মাদুরোকে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প।
সূত্র: আল জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








