যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। বিবিসি’র প্রতিবেদন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সরাসরি দেখা করে এ পদক তুলে দেন মাচাদো।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে জানান, এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার এক চমৎকার নিদর্শন।
সাক্ষাতের পর মাচাদো বলেন, এটি ভেনেজুয়েলাবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন।
হোয়াইট হাউস থেকে বেরিয়ে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর আস্থা রাখা যায়। তার হাতে নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিতে পেরে তিনি গর্বিত।
এর আগে মাচাদো বলেছিলেন, তিনি নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান।
নোবেল কমিটি স্পষ্ট করে জানায়, নোবেল শান্তি পুরস্কার বাতিল, ভাগ বা হস্তান্তরযোগ্য নয়।
নোবেল পিস সেন্টারও জানায়, পদকের মালিক বদলালেও বিজয়ীর উপাধি অপরিবর্তিত থাকে।
ওয়াশিংটন সফরে মাচাদো কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠক করেন। তার লক্ষ্য ছিল, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো।
৪ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকে তুলে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে তারা উভয়েই নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









