The Daily Adin Logo
কর্মলোক
এদিন ডেস্ক

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

আপডেট: শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ বাংলাদেশ ব্যাংকের

২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ বাংলাদেশ ব্যাংকের

২০২৬ সালে সারা দেশে মোট ২৮ দিন ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, উৎসব, জাতীয় দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ ছুটিগুলো নির্ধারণ করা হয়েছে। গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে চূড়ান্ত করা এই তালিকা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বর ২০২৫ সালের প্রজ্ঞাপনের আলোকে ২০২৬ সালের ব্যাংক ছুটির তালিকা কার্যকর হবে। ঘোষিত তালিকা অনুযায়ী, মোট ২৮ দিনের ছুটির মধ্যে ৬ দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে পড়েছে। এ ছাড়া বিশেষ ব্যাংক হলিডে হিসেবে ১ জুলাই (বুধবার) ও ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ব্যাংকে কোনো লেনদেন হবে না।

ছুটির তালিকায় উল্লেখযোগ্য দিনগুলোর মধ্যে রয়েছে—৪ ফেব্রুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শবে কদর, ১৯ থেকে ২৩ মার্চ ঈদুল ফিতর ও জুমাতুল বিদা, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এবং ১ মে মহান মে দিবস ও বুদ্ধপূর্ণিমা।

এ ছাড়া ২৬ থেকে ৩১ মে ঈদুল আজহার ছুটি, ২৬ জুন পবিত্র আশুরা, ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থান দিবস, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২০ ও ২১ অক্টোবর দুর্গাপূজা (নবমী ও বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে অন্তর্ভুক্ত রয়েছে। চৈত্রসংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল শুধু পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ধর্মীয় বিভিন্ন দিবসের ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করায় প্রয়োজনে এসব তারিখ পরিবর্তন হতে পারে। নির্ধারিত ছুটির দিনগুলোতে সব ধরনের ব্যাংক লেনদেন বন্ধ থাকবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.