The Daily Adin Logo
রাজনীতি
এদিন প্রতিবেদক

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

আপডেট: শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

হাসপাতালে ভর্তি ড. কামাল হোসেন

হাসপাতালে ভর্তি ড. কামাল হোসেন

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন। শুক্রবার (২ জানুয়ারি) সকালে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

গণফোরাম জানায়, শারীরিক দুর্বলতা ও ফুসফুসজনিত জটিলতা নিয়ে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। দলীয় সূত্র অনুযায়ী, হাসপাতালে ভর্তির পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকরা তার শ্বাসযন্ত্র ও ফুসফুসের সমস্যার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দিচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান ড. কামাল হোসেনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, “ড. কামাল হোসেন আমাদের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চাই।”

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার শারীরিক শক্তি পুনরুদ্ধার এবং সংক্রমণ প্রতিরোধই চিকিৎসার প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, ৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ আইনি ও রাজনৈতিক জীবনে তিনি সংবিধান বিশেষজ্ঞ ও মানবাধিকার প্রশ্নে একজন প্রভাবশালী কণ্ঠ হিসেবে পরিচিত।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.