The Daily Adin Logo
ক্রীড়ালোক
ক্রীড়ালোক প্রতিবেদক

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

আপডেট: শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

ঢাকাকে উড়িয়ে চট্টগ্রামের ১০ উইকেটে জয়

ঢাকাকে উড়িয়ে চট্টগ্রামের ১০ উইকেটে জয়

শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস কোনো উইকেট না হারিয়েই সহজ জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। চট্টগ্রামের দুই ওপেনার অ্যাডাম রশিংটন ও মোহাম্মদ নাঈম শেখের ফিফটিতে ঢাকাকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারাল সাগরপাড়ের দলটি।

ম্যাচের শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় ঢাকা ক্যাপিটালসের ইনিংস। জবাবে ১০ উইকেট ও ৪৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় চট্টগ্রামের।

চট্টগ্রাম ১২৩ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে কোনো চাপই নেয়নি। শুরুতে দুই ওপেনার অ্যাডাম রশিংটন ও মোহাম্মদ নাঈম শেখ একটু দেখে-শুনেই খেলতে থাকেন । ক্রমান্বয়ে ঢাকার বোলারদের প্রতি চড়াও হতে থাকেন তারা। দুজনের অবিচ্ছিন্ন ১২৩ রানের জুটিতে চট্টগ্রামের জয় নিশ্চিত হয়ে যায় ।

দুজনই ফিফটির দেখা পেয়েছেন। রশিংটন মাত্র ৩৬ বলে নয়টি চার ও দুটি ছয়ের সাহায্যে ৬০ রান করে অপরাজিত থাকেন । আর ৪০ বলে সাতটি চার ও একটি ছয়ে ৫৪ রান করে অপরাজিত থাকেন নাঈম।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান, ঢাকাকে ব্যাট করার আমন্ত্রণ জানান । ঢাকার শুরুটা ভালো হতে দেননি চট্টগ্রামের পেসার শরিফুল ইসলাম। তিনি পাওয়ার প্লেতেই দুই ওপেনারকে সাজঘরে ফেরত পাঠান। আউট হওয়ার আগে সাইফ হাসান ১ ও জুবাইদ আকবরী ২ রান করেন।

এদিকে উসমান খানের ব্যাট থেকে ২১ রান আসে। আসা-যাওয়ার মিছিলে মোহাম্মদ মিঠুন ৮, শামীম হোসেন ৪, সাব্বির রহমান ৯ ও ইমাদ ওয়াসিম ৯ রান করেন।

অষ্টম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর ব্যর্থ চেষ্টা হিসেবে ৪৮ রানের কার্যকরী জুটি গড়েন মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসির হোসেন। তাতেই একশ পেরিয়ে যায় ঢাকা ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংসটি খেলেন সাইফউদ্দিন। নাসিরের ব্যাট থেকে আসে ১৭ রান। আর তাসকিন ৫ ও সালমান মির্জা ০ রানে আউট হন।

চট্টগ্রামের সবচেয়ে সফল বোলার তানভীর ইসলাম। তিনি ৪ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন । আর ১৮ রানের খরচায় তিনটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলামও। এছাড়া শেখ মেহেদী হাসান দুটি ও আমির জামাল একটি করে উইকেট নেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.