২০২৬ সালের সরকারি ছুটির তালিকা আগেই প্রকাশ করেছে সরকার। গত ৯ নভেম্বর ২০২৫ জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে আরও ১৪ দিন ছুটি নির্ধারিত হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালে দেশের সব সরকারি ও আধা সরকারি অফিস, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থায় এই ছুটির তালিকা কার্যকর হবে। মোট ২৮ দিনের সরকারি ছুটির মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। ফলে প্রকৃত কর্মদিবসের ছুটি দাঁড়াচ্ছে ১৯ দিন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঐচ্ছিক ছুটির ক্ষেত্রে মুসলিম পর্বে ৫ দিন, হিন্দু পর্বে ৯ দিন, খ্রিষ্টান পর্বে ৮ দিন, বৌদ্ধ পর্বে ৭ দিন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কর্মচারীদের জন্য ২ দিন ছুটি নির্ধারিত রয়েছে। তবে একজন কর্মকর্তা–কর্মচারী নিজ নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ ৩ দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এ জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে। সাধারণ ও সাপ্তাহিক ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি যুক্ত করে ভোগ করা যাবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ বছরের ছুটির ক্যালেন্ডারে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে একাধিক লম্বা অবকাশের সুযোগ। ফেব্রুয়ারিতে শবে বরাতের ছুটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে চার দিনের অবকাশ মিলতে পারে। মার্চে এক দিন ছুটি নিলেই সর্বোচ্চ সাত দিনের টানা ছুটি পাওয়ার সুযোগ রয়েছে ঈদুল ফিতর, শবে কদর ও স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে।
এপ্রিল মাসে বাংলা নববর্ষ ঘিরে দুই দিন ছুটি নিলে টানা পাঁচ দিনের অবকাশ মিলবে। মে মাসে ঈদুল আজহাকে কেন্দ্র করে মাত্র দুই দিন ছুটি নিলেই টানা ১০ দিনের দীর্ঘ ছুটির সুযোগ রয়েছে, যা ২০২৬ সালের সবচেয়ে বড় অবকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।
এ ছাড়া আগস্টে জুলাই গণ–অভ্যুত্থান দিবস ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দুই দফায় চার দিনের ছুটির সম্ভাবনা রয়েছে। অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে এক দিন ছুটি নিলে টানা পাঁচ দিনের অবকাশ মিলবে। বছরের শেষ মাস ডিসেম্বরে বিজয় দিবসকে কেন্দ্র করে এক দিন ছুটি নিলে পাওয়া যাবে চার দিনের টানা ছুটি।
সব মিলিয়ে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে একাধিক দীর্ঘ অবকাশের সুযোগ থাকায় সরকারি চাকরিজীবীদের জন্য বছরটি হতে যাচ্ছে তুলনামূলক স্বস্তির।

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







