থানকোয়াইন ঝর্ণা (Thankowain Waterfall) বান্দরবানের আলিকদম উপজেলায় অবস্থিত একটি মনোমুগ্ধকর ঝর্না। থানকোয়াইন ঝিরি থেকে উৎপন্ন হওয়া এই ঝর্না পাহাড় আর সবুজ প্রকৃতির জন্য পর্যটকদের কাছে অনেক জনপ্রিয়। এছারাও ঝর্ণাটি তুলনামূলক ‘সহজ’ ট্রেকিং রুটের কারণে পর্যটকদের কাছে বেশ পরিচিত। আলিকদম বাজার থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে এই ঝর্নার অবস্থান। থানকোয়াইন ঝর্ণার স্বচ্ছ জলের ধারা এবং চারপাশের শান্ত, নিস্তব্ধ পরিবেশ শহুরে ক্লান্তি দূর করে মনকে সতেজ করে তোলে।
থানকোয়াইন ঝর্ণা ভ্রমনে কি দেখবেন
থানকোয়াইন ঝর্ণা যাওয়ার পথের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই উপভোগ্য। ঝর্ণার নয়নাভিরাম দৃশ্য উপভোগের পাশাপাশি আরও যা উপভোগ করতে পারবেন।
টোয়াইন খালে নৌভ্রমণ: পাহাড়ের মাঝে বুক চিড়ে বয়ে চলে টোয়াইন খালে নৌভ্রমণ। থানকোয়াইন ঝর্ণা পৌছাতে হলে এই খালে অনেকটা সময় নৌ ভ্রমণ করতে হয়।
ট্রেকিং: টোয়াইন খালের পাশ ধরে প্রায় অনেকটা পথ ট্রেকিং করে যেতে হবে। পুরোটা পথই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাক্ষেত্র।
ঝর্ণার পানিতে গোসল: ঝর্ণার পাদদেশে তৈরি হওয়া প্রাকৃতিক জলাধারে স্বচ্ছ ও শীতল জলে গোসল করে ট্রেকিংয়ের সব ক্লান্তি দূর হয়ে যাবে।
পাহাড়ে ক্যাম্পিং: হাতে সময় থাকলে বন্ধুদের সাথে নিয়ে পাহাড়ের উপরে তাঁবুতে ক্যাম্পিং করার সুযোগ রয়েছে।
থানকোয়াইন ঝর্ণা কীভাবে যাবেন
থানকোয়াইন ঝর্ণা দেখার জন্য আপানাকে প্রথমে বান্দরবান জেলার আলিকদম আসতে হবে। আলিকদম থেকে রিজার্ভ গাড়িতে করে আমতলি বাজার যাওয়া যায়, এছারা সিএনজি অথবা অটো তে করেও ৫০ টাকা ভাড়ায় যেতে পারবেন আমতলি বাজার। আমতলি ঘাটে যেয়ে ইঞ্জিন চালিত নৌকায় ২ ঘণ্টার পথ পারি দিয়ে পৌছাতে হবে দুছরি বাজারে। দুছরি বাজার আর্মি ক্যাম্প থেকে অনুমতি ও স্থানীয় গাইড নিয়ে যাত্রা শুরু করতে হবে থানকোয়াইন ঝর্ণা পৌঁছানোর ট্রেকিং পথে। এই ট্রেকিং পথের প্রায় ২ ঘণ্টার রাস্তা পার হলেই দেখা পেয়ে যাবেন থানকোয়াইন ঝর্ণার।
ঢাকা থেকে আলীকদম
ঢাকার সায়দাবাদ থেকে শ্যামলি এনআর ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, সৌদিয়া কোচ সার্ভিস, এনা ও এমাদ পরিবহনের বাস সরাসরি আলীকদমে চলাচল করে। ঢাকা থেকে আলীকদম বাস ভাড়া ১১০০ টাকা। ঢাকা থেকে গেলে সরাসরি আলীকদম গেলেই ভালো। এতে হাতে অনেক সময় থাকে এবং যাওয়ার ঝামেলা কমে যাবে।
কোথায় খাবেন
আলীকদমের পানবাজারে বেশ কিছু দেশীয় খাবারের হোটেল আছে, আলীকদমেও আছে বেশ কিছু খাবার হোটেল। খুব আহামরি না হলেও মোটামুটি মানের খাবার পাবেন। ভাত, মুরগি, মাংস ও মাছের পদ পাবেন। খেতে খরচ হবে ১৫০-৩০০ টাকা।
কোথায় থাকবেন
থানকোয়াইন ঝর্ণা একদিনে দেখেই ফিরে আসতে পারবেন। রাতে থাকার প্রয়োজন হলে আলিকদমের কাছে কোন রিসোর্টে থাকতে পারেন। আলিকদমের দামতুয়া ইন অথবা জেলা পরিষদের ডাক বাংলোতেও থাকতে পারবেন।
থানকোয়াইন ঝর্ণা ভ্রমনের টিপস
ঝর্ণার নিচে যাওয়ার সময় সতর্ক থাকুন, ভালো গ্রীপের জুতা ব্যাবহার করবেন, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সাথে রাখুন, মোবাইল ও অন্যান্য গেজেট চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংক সাথে রাখুন, টর্চ লাইট ও ফার্স্ট এইড কিট সাথে রাখুন, প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করবেন না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








