The Daily Adin Logo

ইনস্টাগ্রামের তথ্য ফাঁস: ঝুঁকিতে ব্যবহারকারীরা

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ১০:০৭ পিএম

আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম

ইনস্টাগ্রামের তথ্য ফাঁস: ঝুঁকিতে ব্যবহারকারীরা

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বড় ধরনের তথ্য ফাঁস করার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১ কোটি ৭৫ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়েছে। এ কারণে প্ল্যাটফর্মটি থেকে সম্প্রতি অনেক ব্যবহারকারী তাদের পাসওয়ার্ড রিসেট বা পরিবর্তন করার অনুরোধ পেয়েছেন ।

অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোম্পানি ‘ম্যালওয়্যারবাইটস’-এর রিপোর্ট অনুসারে জানা গেছে, ইনস্টাগ্রামে এ ঘটনায় ব্যবহারকারীদের ‘সংবেদনশীল তথ্য’ প্রকাশ্যে এসেছে।

ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীদের ইউজারনেম, ঠিকানা, ফোন নম্বর ও ইমেইল অ্যাড্রেসসহ আরও অনেক ব্যক্তিগত তথ্য। তা প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

‘ম্যালওয়্যারবাইটস’ বলেছে, ‘এসব তথ্য ডার্ক ওয়েবে বিক্রির জন্য রাখা আছে এবং ব্যবহারকারীদের এসব ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করতে পারে সাইবার অপরাধীরা।’

নিজেদের গ্রাহকদের পাঠানো এক ইমেইলে ‘ম্যালওয়্যারবাইটস’ আরও বলেছে, ‘নিয়মিত ডার্ক ওয়েব স্ক্যানিংয়ের সময় তথ্য ফাঁসের বিষয়টি ধরতে পেরেছে তারা। ২০২৪ সালের এক ঘটনায় ইনস্টাগ্রামের এপিআই উন্মুক্ত হয়ে যাওয়ার ফলে এসব তথ্য ফাঁস হয়ে থাকতে পারে।’

এ কারণে অনেক ব্যবহারকারী তাদের ইমেইলে ইনস্টাগ্রাম থেকে পাসওয়ার্ড রিসেটের অনুরোধ পাচ্ছেন।

ফাঁস হওয়া এসব তথ্য ব্যবহার করে ভয়াবহ আক্রমণ চালাতে পারে সাইবার অপরাধীরা। যার মধ্যে রয়েছে যেমন ফিশিং বা প্রতারণামূলক মেসেজ ও সরাসরি অ্যাকাউন্ট দখল করে নেওয়া মতো বিষয়।

যদিও এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা। তবে তথ্য ফাঁসের ঘটনায় মেটার বিপাকে পড়ার ঘটনা এবারই প্রথম নয়।

নিজেদের স্বার্থে ব্যবহারকারীরা এখনই তাদের পাসওয়ার্ড বদলে ফেলা ও টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে নিতে পারেন, সেটিই এ মুহূর্তে বুদ্ধিমানের কাজ হবে।

আরও ভালো হয় ব্যবহারকারী যদি মেটার ‘অ্যাকাউন্টস সেন্টার’ থেকে দেখে নিতে পারেন যে, তার অ্যাকাউন্টটি বর্তমানে কোন কোন ডিভাইসে লগ-ইন আছে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.