The Daily Adin Logo

চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম

আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম

চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ লাভ করেছেন চলচ্চিত্র কাহিনীকার,গীতিকার,চলচ্চিত্র প্রযোজক, বিনোদন সাংবাদিক আবুল হোসেন মজুমদার।   

প্রায় তিন দশক ধরে বিনোদন জগতের সাথে জড়িত এছাড়াও বিনোদনধারা, বিনোদন ভুবন, বিনোদন জগত -এর সম্পাদক ও প্রকাশক তিনি। ‘আনন্দ বিনোদন’সহ বিভিন্ন ম্যাগাজিন সম্পাদনার পাশাপাশি বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) সভাপতি ও আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন (এজেএফবি) প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন মজুমদার।

সাম্প্রতিককালে তার পরিচালনায় নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসি তোমায়’। তিনি এখন এফএম মিডিয়া প্রযোজিত নতুন একটি চলচ্চিত্র ‘অন্য রকম প্রেম’র পরিচালনা ও কাহিনী লেখা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। 

আবুল হোসেন মজুমদার 
স্বত্বাধিকারী: ধারা মিডিয়া, সদস্য বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি
স্থায়ী সদস্য: জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড
নির্বাচন কমিশনার: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

আবুল হোসেন মজুমদার বলেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য করায় পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুল এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে পেরে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। 

তিনি আরো বলেন, এই সম্মান আমাকে চলচ্চিত্রের উন্নয়নে আরো কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি মনে করি এই সদস্যপদ আমাকে সমিতির কার্যক্রম ও চলচ্চিত্রের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করবে।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.