নতুন করে আরও ১৩৫টি ওষুধকে ‘অত্যাবশ্যকীয়’ তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর ফলে দেশে অত্যাবশ্যকীয় ওষুধের মোট সংখ্যা দাঁড়াল ২৯৫টি। এসব ওষুধের ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে বিক্রি বাধ্যতামূলক করা হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান।
ব্রিফিংয়ে তিনি বলেন, নতুন তালিকায় ১৩৫ বা ১৩৬টি ওষুধ যুক্ত করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও এক-দুটি ওষুধ অন্তর্ভুক্তির অনুরোধ এসেছে। সেগুলো যুক্ত হলে তালিকার সংখ্যা ২৯৫ বা ২৯৬টিতে দাঁড়াবে।
মো. সায়েদুর রহমান জানান, অত্যাবশ্যকীয় তালিকাভুক্ত ওষুধগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে হবে। মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং ওষুধের প্রাপ্যতা সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্ধারিত দামে বিক্রির জন্য ওষুধ বিক্রেতা ও সংশ্লিষ্টদের একটি সময় দেওয়া হবে, যাতে তারা নতুন ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারেন। সরকারের এই উদ্যোগে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









