কনকনে শীতের মাঝরাত। পল্লবী থানার ওসির নেতৃত্বে কয়েকজন পুলিশ ও সেনাসদস্য হঠাৎ হানা দিলেন কালশী মোড় সংলগ্ন পূর্ব কুর্মিটোলা ক্যাম্প বস্তিতে। তাদের কাছে খবর ছিল গা-ঢাকা দিয়ে থাকা মাদক সম্রাজ্ঞী শাহজাদীর ঘরে নতুন করে এসেছে অস্ত্র ও মাদকের চালান। এদিক-সেদিক পাহারায় থাকা শাহজাদীর সোর্সদের চোখ ফাঁকি দিয়ে তার ডেরায় সঙ্গীদের নিয়ে ঢুকে পড়লেন ওসি। পুলিশের জালে আটকে গেল পলায়নপর শাহজাদীসহ চারজন। তাদের কাছ থেকে পাওয়া গেল বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকের বড় চালান।
রাজধানীর পল্লবীতে শুক্রবার ভোর রাতে (৯ জানুয়ারি) পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন কুখ্যাত নারী মাদক কারবারি শাহজাদী ও তার তিন সহযোগী।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আলমগীর জাহানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ও মিরপুর সেনা ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন) আবু হানিফসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও এক প্লাটুন সেনা সদস্য। অভিযানটি পরিচালিত হয় পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ডি, পূর্ব কুর্মিটোলা ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত শাহজাদী বেগমের (৪০) দোতলা বাড়িতে।
অভিযানে তার নিয়ন্ত্রণাধীন দুটি শয়নকক্ষ থেকে ২ রাউন্ড গুলি, ১টি বিদেশি পিস্তল, ৪৮০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা ও ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। এ সময় শাহজাদী বেগমসহ তার তিন সহযোগী—মো. রনি (৪০), মো. ইসলাম (৪৫) ও বেলি (৩২)-কে গ্রেফতার করা হয়। তাদের সবার বাড়ি একই এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহজাদী বেগম দীর্ঘদিন ধরে মিরপুর ও পল্লবী এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে তিনি ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে পল্লবী থানার ডিউটি অফিসার এদিনকে জানান, আসামিদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









